২ কোটি টাকার আংটি পরে বিয়ে করেছেন সামান্থা?
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তাঁর দ্বিতীয় বিয়ের দিনে সাজে কোনো বাহুল্য না রাখলেও, তাঁর গয়নাগুলোই এখন ফ্যাশন মহলের আলোচনার কেন্দ্রে। তিনি একটি সাধারণ নকশার লাল বেনারসি শাড়ি বেছে নিয়েছিলেন, কিন্তু তাঁর হাতের বিয়ের আংটি এবং গলার মঙ্গলসূত্র এই দুটি ব্যতিক্রমী চিহ্ন সমস্ত আলো কেড়ে নিয়েছে। গয়নার নকশা ও বিশেষত্বের কারণেই এই আলোচনা।
সামান্থার বিয়ের আংটির নকশা খুবই অন্যরকম। এটি তাসের রুইতন (ডায়মন্ড) আকৃতির, যা কিছু ভিন্ন আকৃতির হিরে পাশাপাশি জুড়ে তৈরি। দেখলে মনে হয় হিরের রুইতনের চারপাশে যেন ফুলের পাপড়ি রয়েছে। এই আংটিটি প্ল্যাটিনাম বা হোয়াইট গোল্ড দিয়ে বাঁধানো। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, এটি আসলে বিরল ধরনের 'পোর্ট্রেট কাট' হিরে। এই হিরে দেখতে অনেকটা স্বচ্ছ কাঁচের মতো, যার এপার-ওপার দেখা যায়। হিরের মতো পাথরকে এমন স্বচ্ছ দেখানোর জন্য যে বিশেষ কাটিং প্রয়োজন হয়, তার কারণেই এটি অত্যন্ত মূল্যবান। পিংকভিলার প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশেষ এই আংটির মূল্য আনুমানিক দুই কোটি টাকা।
আংটির পাশাপাশি সামান্থার মঙ্গলসূত্রটিও নজর কেড়েছে। এটি সাম্প্রতিককালে জনপ্রিয় বিদেশি ব্র্যান্ডের মঙ্গলসূত্র থেকে একেবারেই আলাদা। তাঁর মঙ্গলসূত্রটি ফিনফিনে সরু সোনার চেনে গাঁথা, যা সম্পূর্ণভাবে মিনিমালিজ়মের প্রতীক। চেনের ফাঁকে ফাঁকে কালো পুঁতি এবং স্ফটিক ব্যবহার করা হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় এর লকেট একটি লক্ষ্মীর ছবি আঁকা সোনার কয়েন। এই বাহুল্যহীন এবং ব্যতিক্রমী মঙ্গলসূত্রটি দক্ষিণ ভারতে প্রচলিত 'থালি মঙ্গলসূত্র'-এর একটি আধুনিক রূপ। সামান্থার সাধারণ সাজে এই দুটি গয়না, বিশেষত বিরল পোর্ট্রেট কাট হিরের আংটি, এক অসাধারণ চমক নিয়ে এসেছে।

ফিচার ডেস্ক