উৎসবে শাড়িতে রঙিন বিদ্যা সিনহা মিম

শারদীয় দুর্গাপূজার আনন্দে রঙিন হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ উৎসবে শাড়ির সাজে মুগ্ধ করেছেন ভক্তদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, মিম ঐতিহ্যবাহী শাড়িতে সেজেছেন পুরো উৎসবের আমেজে। শাড়ির রঙ আর গয়নার সাদৃশ্য তার লুকে এনেছে বাড়তি সৌন্দর্য। মিষ্টি হাসি আর আভিজাত্যপূর্ণ উপস্থিতিতে তিনি যেন হয়ে উঠেছেন পূজার আবহে বিশেষ আকর্ষণ।

ভক্তরাও কম যাননি ছবিগুলো দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। অনেকে লিখেছেন, “মিম মানেই অনবদ্য সৌন্দর্য।”