ফয়েজ আলমের কবিতায় চারুকণ্ঠের আবৃত্তি আয়োজন ‘বিনম্র রোদের ছায়া’

চারুকণ্ঠ আবৃত্তি সংসদের ত্রৈমাসিক আবৃত্তি আয়োজন ‘বিনম্র রোদের ছায়া’র সাঁইত্রিশতম পর্বটি অনুষ্ঠিত হয় কবি ফয়েজ আলমের কবিতা নিয়ে। রাজধানীর বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠানে অতিথি আলোচক ছিলেন কবি ও কথাশিল্পী জোহরা পারুল এবং গবেষক ও নাট্যসমালোচক আবু সাঈদ তুলু।এবারের পর্বটি দুটি ভাগে ভাগ করা হয়। প্রথম পর্বে চারুকণ্ঠের ও আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা কবির কবিতা...