কলকাতা বইমেলায় এবার অনুপস্থিত আমেরিকা

মাঝে আর কয়েকটা দিন। ২২ জানুয়ারি শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। একাধিক প্রকাশনা সংস্থার পাশাপাশি, কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ থাকে বিদেশের প্যাভিলিয়ন। এই প্রথম সেখানে অনুপস্থিত থাকবে আমেরিকা।কেন অনুপস্থিত আমেরিকা২০০৬ সালে কলকাতা বইমেলায় প্রথম যোগ দেয় আমেরিকা। এর পরে ২০১১ সালে ইউএস ছিল বইমেলার থিম কান্ট্রি। ওয়াশিংটনের ক্যাপিটল বিল্ডিংয়ের আদলে তৈরি হয় সেই বছরের প্যাভিলিয়ন। যোগ দেওয়ার পর এই...