ঋত্বিক ঘটক : উজানে গুণ টানা সেলুলয়েড মাঝি

‘অন্যদের মতো আমি সিনেমার লোক নই মশাই। আমি কিছু একটা বলতে চাই। সিনেমার লোক তারাই যারা জীবনযুদ্ধে পরাজিত। অন্তত মানসিকভাবে। যাদের নিয়ে একমনে সংগ্রামে নেমেছিলাম তারা সবাই আজ সরে দাঁড়িয়েছেন। তারা পরাজিত। তারা সিনেমার লোক হয়ে গেছে। আমি কম্প্রোমাইজ করিনি। কোনোদিন করবও না।’ক্ষ্যাপাটে এই মানুষটিকে দেখে বোঝার উপায় নেই তাঁর পারিবারিক কৌলীন্য। সৃষ্টিশীল এই মানুষটির জন্ম এক ধ্রুপদী পরিবারে। সমাজের উঁচু...