শিল্পকলা আজ মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘গুনাই বিবি’
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) পলাশ নরসিংদীর যাত্রাদল ‘নিউ রাজমহল অপেরা’ মঞ্চায়ন করবে যাত্রাপালা ‘গুনাই বিবি’। যাত্রাপালাটির পালাকার হিসেবে রয়েছেন জসিমউদ্দিন এবং পরিচালনায় রয়েছেন খোরশেদ আলম গাজী।
বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়ন করা হবে।
গতকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে ‘জীবন নদীর তীরে।'
জামালপুরের যাত্রাদল ‘জামালপুর যাত্রা ইউনিট’ মঞ্চায়ন করে যাত্রাপালা ‘জীবন নদীর তীরে’। যাত্রাপালাটির পালাকার ছিলেন রঞ্জন দেবনাথ এবং পরিচালনায় করেছেন মোজাম্মেল হক।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বিজয়ের মাসজুড়ে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে যাত্রাপালা প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)