ইতিহাসের নীরব সাক্ষী কলম্বো সাহেব সমাধি
ঢাকার সূত্রাপুরের ওয়ারীতে দাঁড়িয়ে আছে এক অচেনা-অজানা সমাধি। নাম তার কলম্বো সাহেব সমাধি। খ্রিস্টান সমাধিক্ষেত্রের ভেতর অবস্থিত এই স্থাপনাটি বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কিন্তু প্রশ্ন থেকেই যায় কে এই কলম্বো সাহেব?রহস্যময় সমাধিখ্রিস্টান সমাধিক্ষেত্রে ছয় ধরনের সমাধি আছে। তার মধ্যে ‘এফ’ টাইপ সমাধির একটি হলো কলম্বো সাহেবের। তিনটি কবরের সমন্বয়ে গড়া এই স্থাপনাকে ব্রাডলি বার্ট...
সর্বাধিক ক্লিক