ইংরেজি শিখুন

ইংরেজিতে সাহায্য প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান করবেন যেভাবে

Looks like you've blocked notifications!

ধরুন আপনি কাউকে কোনো কাজে সাহায্য করতে চান। এই কথাটি ইংরেজিতে কীভাবে প্রকাশ করবেন ? চলুন আজ তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনি এই কথাটিকে আরো সুন্দরভাবে ইংরেজিতে বলতে পারেন এবং সঙ্গে সঙ্গে আরো জেনে নেওয়া যাক সাহায্য গ্রহণ বা প্রত্যাখ্যান করার কথাটিও কীভাবে ইংরেজিতে প্রকাশ করা যায়।

  • Can I get you some juice?

ধরুন আপনার বাড়িতে মেহমান এসেছে। আপনি যদি তাদের কোনো কিছু অফার করতে চান তাহলে আপনার অফারটি Can I … দ্বারা শুরু করতে পারেন। তবে মনে রাখবেন Can I এর পর verb বসাতে হবে যা base form ( মূল verb) হবে। যেমন ধরুন আপনি বলতে পারেন

Can I get you some juice? ( আপনাকে কি ফলের রস দিতে পারি?)

Can I provide any assistance to you? (আপনাকে কি কোনো ধরনের সাহায্য করতে পারি ?)

  • Shall I help you with your project?

Shall I … ? এর পর verb ব্যবহৃত হয় এবং এর ব্যবহার Formal situation এ হয়ে থাকে অর্থাৎ এটি কর্মক্ষেত্রে বা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রগুলোতে ব্যবহার করা হয়। যেমন ধরুন আপনি আপনার অফিসে কাউকে সাহায্য করতে চান তখন আপনি বলতে পারেন।

Shall I help you with your project? (আমি কি আপনার প্রোজেক্টটিতে আপনাকে সাহায্য করতে পারি?)

Shall I take care of these files? ( আমি কি এই ফাইলগুলো দেখে রাখতে পারি?)

  • Would you like to have some coffee?

Would you like to…. ? এই expression টিও formal situation এ ব্যবহৃত হয়। আপনি যদি কাউকে সাহায্য অফার করতে চান তখন তা Would you like to দ্বারা শুরু করতে পারেন। যেমন আপনি বলতে পারেন

Would you like to drink some juice? ( আপনি কি জুস পান করতে পছন্দ করবেন?)

Would you like to have some tea? ( আপনি কি চা পান করতে পছন্দ করবেন?)

একটি বিষয় খেয়াল রাখবেন tea , juice , coffee শব্দগুলো Uncountable Noun(যা গননা করা যায় না) সুতরাং এদের পর A আর্টিকেল ব্যবহার করা যাবে না। যেমন আপনি যদি বলেন যে Would you like to have a coffee? তা একেবারেই ভুল হবে। বরং সেখানে আপনি some বা little শব্দগুলো ব্যবহার করতে পারেন।

  • Do you want me to have a look…?

যদি এমন হয় যে আপনি কাউকে সাহায্য করতে চাইছেন কিন্তু আপনি নিশ্চিত নন তিনি আপনার অফারটি কীভাবে দেখবেন, তাহলে আপনি তাকে খুব নম্রভাবে জিজ্ঞাসা করতে পারেন যে,

Do you want me to have a look at this project for you? ( আপনি কি চান আমি আপনার জন্য এই প্রোজেক্টটি একটু দেখি?)

  • I would be glad to help …

কারো কোনো কাজে সাহায্য প্রয়োজন ? আপনি জানেন যে আপনার সাহায্য তার প্রয়োজন এবং তিনি তা গ্রহণ করবেন। তখন আপনি এই expression টি ব্যবহার করে বলতে পারেন যে

I would be glad to help you with this. ( আমি এই কাজে আপনাকে সাহায্য করতে পারলে আনন্দিত হব)

 I would be glad to assist you with this project. ( আমি আপনাকে সহায়তা করে আনন্দিত হব)

যেভাবে এই অফারগুলোর জবাব দিতে পারেন

ধরুন কেউ আপনাকে সাহায্য অফার করেছেন। যা আপনি গ্রহণ করতে চান। তখন আপনি বলতে পারেন

  • Yes please, I’d love to ( হ্যা , আমি অধিকতর পছন্দ করব)
  • If you wouldn’t mind ( যদি কিছু মনে না করেন) অর্থাৎ আপনি তার সাহায্য আশা করছেন।
  • Thank you , that would be great ( ধন্যবাদ, এটি খুব ভালো হবে যদি আপনি সাহায্য করেন)

যদি এমন হয় কেউ আপনাকে কোনোকিছু অফার করছেন কিন্তু আপনি তা গ্রহণ করতে চান না। সে কথাটি খুব নম্রভাবে বলতে পারেন

  • It’s ok ,I can do it myself ( ঠিক আছে, এটি আমি নিজেই করতে পারব)
  • Don’t worry , I’ll do it (চিন্তা করবেন না, আমি এটি করতে পারব)
  • No, thank you