অটোরিকশায় ভোট দিতে গেলেন শামীম ওসমান

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। ছবি : এনটিভি অনলাইন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

আদর্শ স্কুল কেন্দ্রে আজ রোববার বেলা ৩টা ৩৫ মিনিটে ভোট দেন শামীম ওসমান। এর আগে ৩টা ২৮ মিনিটে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে আদর্শ স্কুল ভোট কেন্দ্রে যান তিনি।

ভোট দিতে তিন বার চেষ্টা করার পর যখন তথ্য আসেনি, তখন জাতীয় পরিচয়পত্রের নম্বর টাইপ করে ফের আঙ্গুলের চাপ দিলে তথ্য যাচাই হওয়ার পর ভোট দেন শামীম ওসমান। এ সময় তিনি বলেন, ‘যাঁদের হাত নাই, তাঁরা ইভিএমে কীভাবে ভোট দেবেন?’

দায়িত্বরত কর্মকর্তা জবাবে বলেন, ‘স্যার, তাঁরা জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে তথ্য যাচাই করে ভোট দেবেন।’

ভোট প্রদান শেষে শামীম ওসমান সাংবাদিকদের বলেন, ‘যেহেতু গাড়ি-ঘোড়া চলা নিষিদ্ধ, তাই আমি রিকশায় করে এসেছি। আলহামদুলিল্লাহ, নারায়ণগঞ্জে ভালো ও সুষ্ঠু ভোট হচ্ছে। নারায়ণগঞ্জ শান্তির শহর, সম্প্রীতির শহর। এখানে কোনো ঠেলাঠেলি নেই। নির্বাচনে জয়-পরাজয় থাকবে, কিন্তু দেশটা আমাদের সবার৷ তাই সবাই এক সঙ্গে মিলে থাকতে হবে।’

সাংসদ শামীম ওসমান আরও বলেন, ‘দেশটা একজনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। কিন্তু কেন যেন মনে হচ্ছে, দেশের উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দিতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তাই, আমাদের সবাইকে দেশের জন্য এক থাকতে হবে।’

ভোট দেওয়া প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘আমি এবার প্রথম ইভিএম-এ ভোট দিলাম। আমার সবসময় ফিঙ্গারপ্রিন্ট ঝামেলা করে। কিন্তু এবার তেমনটা হয়নি। ভালো হয়েছে। আমি সাংবাদিক, পুলিশ সবাইকে ধন্যবাদ জানাব, একটা নির্বাচনে এতো সুন্দরভাবে সহযোগিতা করার জন্য।’

এক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘আমি নৌকার লোক, আমি কারও লোক নই। আমি শেখ হাসিনার সোলজার। মনে কিছু দুঃখ-কষ্ট থাকতেই পারে। আমি আশা করব, নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে। আমি প্রার্থীর পক্ষে না, আমি প্রতীকের পক্ষে। প্রার্থী নয়, প্রতীককে ভোট দিয়েছি। কারণ, মানুষের কষ্ট সহ্য করারও একটা ব্যাপার আছে।’

শামীম ওসমান আরও বলেন, ‘আমার রাজনীতিকে আমি এবাদত মনে করি। আমার ওপরে আল্লাহ রাব্বুল আল-আমিন, নিচে শেখ হাসিনা। আমি চাই, জনগণ আমি না থাকলে তখন যেন দল-মত নির্বিশেষে সবাই আমার জন্য দোয়া করেন।’

সেলিনা হায়াৎ আইভী ভোট চেয়েছেন কি না, জানতে চাইলে শামীম ওসমান বলেন, ‘না, আমার কাছে ভোট চায়নি। কারণ, সে জানে, আমার কাছে ভোট না চাইলেও আমার ভোট নৌকাই পাবে। আমি শুধু বলব, আল্লাহ তাঁকে হেদায়েত করুন।’

শামীম ওসমান আরও বলেন, ‘আমি বলব, সামনে দেশে একটা বিপদ আসছে। দেশটা সবার, সবাই এক হয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাব।’