ইভিএমে পাঁচ সিটিতে ভোট তিন ধাপে

Looks like you've blocked notifications!
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। ছবি : এনটিভি

গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনে তিন ধাপে ভোট অনুষ্ঠিত হবে। আগামী মে থেকে জুন মাসের মধ্যেই এই পাঁচ সিটিতে ভোট হবে। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। 

আজ বুধবার (১৫ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন। এর আগে ইসি কমিশনের ১৬তম বৈঠক অনুষ্ঠিত হয়। 

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটিতে তিন ধাপে ভোটগ্রহণ করা হবে। মে থেকে জুনের মধ্যে নির্বাচন করা হবে। এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে।’

সিটি নির্বাচনের তারিখ প্রসঙ্গে জাহাংগীর আলম বলেন, ‘কোন সিটিতে কখন নির্বাচন হবে তা সময় অনুযায়ী জানানো হবে। আমরা মে থেকে জুনের মধ্যে নির্বাচন করব। এইচএসসি পরীক্ষা হবে ৭ জুলাই থেকে। এ জন্য এসএসসি পরীক্ষার পর ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।’

পাঁচ সিটি করপোরেশনের সব ভোট ইভিএমে হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।