ইভিএমে ভোটগ্রহণে দেরি হওয়ার কারণ জানালেন সিইসি

Looks like you've blocked notifications!
সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ ধীরগতি দুটি কারণে হয়। একটি আঙুলের ছাপ না মিললে, আরেকটি ভোটার উপস্থিতি বেশি হলে। এর ইতিবাচক দিকও আছে। ইভিএমের সমস্যা সব সময় একই। এখানে ভোটার উপস্থিতি বেশি হয়েছে।’

আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অফিসিয়াল ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টার পরপর সাংবাদিকদের কাছে এ কথা বলেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইভিএম ব্যালটের চেয়ে স্লো। এ ছাড়া ভোটার উপস্থিতিও বেশি হওয়ায় রংপুর সিটি করপোরেশনে (রসিক) ভোট গড়াতে পারে রাত ৮টা পর্যন্ত। ভোটার উপস্থিতি ব্যাপক ছিল। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলকও হয়েছে।’

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘বিকেল চারটা পর্যন্ত ৫০ থেকে ৫৫ শতাংশ হয়েছে। মোট ভোট পড়ার হার ৬০ শতাংশের বেশি হতে পারে। শতভাগ শুদ্ধ নয়, এটা অনুমান করা।’