কুড়িগ্রামে বরখাস্ত সেই ইউপি চেয়ারম্যানই পেলেন নৌকার মনোনয়ন

Looks like you've blocked notifications!
মো. হুমায়ূন কবীর। ফাইল ছবি

কুড়িগ্রাম জেলার চররাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে জনস্বার্থ পরিপন্থি কাজের জন্য চেয়ানম্যান পদ থেকে বহিষ্কৃত মো. হুমায়ূন কবীর আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। 

গত ২ ডিসেম্বর আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ড তাঁকে এ মনোনয়ন দেন। দুর্নীতির দায়ে বহিষ্কৃত মো. হুমায়ূন কবীর মনোনয়ন পাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

চররাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকার এনটিভি অনলাইনকে বলেন, ‘হুমায়ূন কবীর দুর্নীতির কারণে স্থানীয় সরকার বিভাগ থেকে বহিষ্কৃত হয়েছেন। কিন্তু, কেন্দ্র যে রেজল্যুশন পাঠিয়েছে, তাতে তাঁর বহিষ্কারের বিষয়টি জেলা থেকে উল্লেখ করা হয়নি। কিন্তু, আমরা কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের বিষয়টি জানিয়েছি, তাঁরা ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন।’

চেয়ারম্যানপ্রার্থী মো. হুমায়ূন কবীরের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত হাটবাজার ইজারা নিলাম প্রদানের ক্ষেত্রে সরকারি বিধান লঙ্ঘন, ভিজিডি কার্ড প্রদান ও নাম পরিবর্তনের ক্ষেত্রে অনিয়ম, কার্ডের ডুপ্লিকেশন এবং হাটের শেড ও সেতুর মালামাল সরকারি নির্দেশ মোতাবেক নিলাম না করার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় ইউনিয়ন পরিষদ আইন-২০০৯-এর ৩৪(১) অনুয়ায়ী তাঁকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।’

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত চিঠিতে তা নিশ্চিত করা হয়।

এ বিষয়ে মো. হুমায়ূন কবীর এনটিভি অনলাইনকে বলেন ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এটা করা হয়েছে। আমি আইন মেনেই সব কাজ করেছি। তাই আবারও মনোনয়ন পেয়েছি।’