গোপালগঞ্জে ইউপি-পৌরসভায় ভোটগ্রহণ চলছে

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জ সদর উপজেলার ছয়টি ইউনিয়ন এবং কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে আজ সোমবার সকাল থেকে ভোট দিচ্ছেন মানুষ। ছবি : এনটিভি

গোপালগঞ্জ সদর উপজেলার ছয়টি ইউনিয়ন এবং কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। আজ সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন তারা।

গোপালগঞ্জ সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারণ সদস্য পদে ১৭১ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬৭ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। এই ছয় ইউনিয়নে মোট ভোটার ৫৭ হাজার ৪৯১ জন।

অপরদিকে, কোটালীপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় ভোটার রয়েছে ১৫ হাজার ৯৫৮ জন।