চট্টগ্রামে ১৮ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে 

Looks like you've blocked notifications!

চট্টগ্রামের বাঁশখালীসহ পাঁচটি উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার সকাল ৮টায় শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বাঁশখালী উপজেলায় ১৩টি ইউনিয়নে এবং হাটহাজারী, ফটিকছড়ি, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় একটি করে ইউনিয়নে ভোট নেওয়া হচ্ছে।

হাটহাজারীর ফরহাদাবাদ, কর্ণফুলীর চরপাথরঘাটা, ফটিকছড়ির ভুজপুর এবং আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

মোট ১৮টি ইউনিয়নের ১৭৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৪ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৯০ জন এবং সাধারণ ওয়ার্ডে ৬৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব ইউনিয়নে  ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচ প্লাটুন বিজিবি, ৬০ জন র‍্যাব এবং এক হাজার ৪০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে, বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। উপজেলার চাম্বল ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও বেশির ভাগ এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন দলীয় নেতাকর্মীরা।