নরসিংদীর দুই ইউপিতে ভোটগ্রহণ চলছে

Looks like you've blocked notifications!
নরসিংদীর মহিষাশুড়া ও নূরালাপুর ইউপিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। ছবি : এনটিভি

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ও নূরালাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।’

দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ১১ জন, সদস্য পদে ৮৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুটি ইউনিয়নে ৩০ হাজার ৪৫০ জন নারী ও ৩২ হাজার ২১৪ জন পুরুষ ভোটারের জন্য ২৫টি কেন্দ্রের ১৬৭টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে।