নরসিংদীর দুটি ইউনিয়নেই নৌকার ভরাডুবি!

Looks like you've blocked notifications!
মহিষাশুড়া ইউনিয়ন পরিষদে বিজয়ী কাউসার হোসেন ও নুরালাপুর ইউনিয়ন পরিষদে বিজয়ী আরিফ হোসেন। ছবি : এনটিভি

নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে হাতপাখা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কাউসার হোসেন ও নুরালাপুর ইউনিয়ন পরিষদে টেলিফোন প্রতীক নিয়ে আরিফ হোসেন চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মহিষাশুড়া ইউনিয়ন পরিষদে হাতপাখা প্রতীক নিয়ে কাউসার হোসেন ৮ হাজার ৩৬৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীক নিয়ে মো. আলমগীর পেয়েছেন ৪ হাজার ৪৩৯ ভোট এবং আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী এনামুল হক শাহীন পেয়েছেন ৪১৫৫ ভোট।

অপরদিকে, নুরালাপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেলিফোন প্রতীক নিয়ে আরিফ হোসেন ৭ হাজার ৩৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীক খাদেমুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৮৪৮ ভোট। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী মো. জাকারিয়া পেয়েছেন ৪৬৯১টি ভোট।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুটি ইউনিয়নে ইভিএমের মাধ্যমে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুটি ইউনিয়নে মোট ২৫টি কেন্দ্রের ১৬৭টি ভোট কক্ষের মাধ্যমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ছিল ৬২ হাজার ৬৬৪ জন। দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১১ জন, সদস্য পদে ৮৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নরসিংদী সদর উপজেলা নির্বাচন অফিসার জাকির মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন।