ফলাফল কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে যাবেন হিরো আলম

Looks like you've blocked notifications!
আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আজ বৃহস্পতিবার বিকেলে জেলা নির্বাচন কার্যালয়ে ফলাফল গ্রহণ করে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন। ছবি : এনটিভি

বগুড়া-৪ আসনের উপনির্বাচনে হেরে যাওয়া একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, ‘নির্বাচনের ফলাফল প্রত্যাহার ও ইভিএমে ফলাফল কারচুপির অভিযোগে হাইকোর্টে রিট করা হবে।’ 

জেলা নির্বাচন কার্যালয়ে উপস্থিত হয়ে আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসানের কাছ থেকে ফলাফল গ্রহণ করে হিরো আলম এ কথা বলেন।

হিরো আলম বলেন, ‘ফলাফল ঘোষণা নিয়েই অভিযোগ। ৩৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে দীর্ঘ সময় ঘোষণা বন্ধ থাকে। পরে একযোগে ৪৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। যেখানে কেন্দ্র ভোটারশূন্য, সেখানে বিজয়ী প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে নন্দিগ্রামের কয়েকটি কেন্দ্রে পাঁচ শতাধিক ভোট কীভাবে পান?’

স্বতন্ত্র প্রার্থী হিরো আলম বলেন, ‘ভোটারদের কেন্দ্রে আসতে দেয়নি ও আমার এজেন্টদের মারধর করেছে। আমার খালা ইভিএমে একতারা প্রতীকে চাপ দিলে স্ক্রিনে নৌকা প্রতীক ভেসে উঠেছে।  এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না। সব কাগজপত্র একসঙ্গে করে হাইকোর্টে রিট করবো।’

এ সময় জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ‘ভোট গণনায় কোথাও ভুল হয়নি এবং প্রার্থীকে নির্বাচনের ফলাফল হস্তান্তর করা হয়েছে।’