নাসিক নির্বাচন

ভোট সুষ্ঠু ও স্বাভাবিক হয়েছে : রিটার্নিং কর্মকর্তা

Looks like you've blocked notifications!
নাসিক নির্বাচনে আজ ভোট দিয়েছেন ভোটারেরা। ছবি : ফোকাস বাংলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অবাধ, সুষ্ঠ ও স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। আজ রোববার বিকেলে এনটিভি অনলাইনকে এ কথা বলেন তিনি।

মাহফুজা আক্তার বলেন, ‘সবকিছু বিবেচনায় সার্বিক পরিবেশ ভালো ছিল। প্রথমদিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে,  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বেড়েছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে।’

এ রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘অনেকগুলো ওয়ার্ডে বেশ কয়েকটি কেন্দ্র আমিসহ সংশ্লিষ্টরা পরিদর্শন করেছি। তাতে মনে হয়েছে—ভোটারের সমাগম বাড়ছে এবং প্রতিটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার গতি সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে।

তবে মাহফুজা আক্তার বলেন, ‘পুরো শহরে নতুন করে ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ার কারণে নারী ভোটারেরা ধীর গতিতে দিয়েছেন। তবে, সব মিলিয়ে অবাধ ও সুষ্ঠ ভোট হয়েছে।’