রংপুর সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী জাতীয় পার্টির মোস্তফা

Looks like you've blocked notifications!
রংপুর সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ছবি : ফোকাস বাংলা

রংপুর সিটি করপোরেশনে টানা দ্বিতীয়বার নগরপিতা নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বিপুল ভোটের ব্যবধানে নগরপিতা নির্বাচিত হয়েছেন। মোট ২২৯টি কেন্দ্রে লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট।

মোস্তফা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের আমিরুজ্জামান পিয়ালের চেয়ে ৯৬ হাজার ৯০৬ ভোট বেশি পেয়েছেন। পিয়াল পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান মিলন। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট আর আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া ২২ হাজার ৩০৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

রাত ১২টার পর রিটার্নিং অফিসার আব্দুল বাতেন বেসরকারিভাবে মোস্তাফিজার রহমান মোস্তফাকে নির্বাচিত ঘোষণা করেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন মোস্তফা।

নির্বাচিত ঘোষণার পর পরই জাপার নেতাকর্মী ও মোস্তফার সমর্থকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনন্দ উল্লাস করেন।

বিজয়ী হওয়ার পর রাতে মোস্তাফিজার রহমান তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, এই বিজয় কেবল তাঁর নয়, সব নগরবাসীর।