রাজশাহীর একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

Looks like you've blocked notifications!

জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মেরে ব্যালটবাক্সে ঢুকিয়ে দেওয়ার অভিযোগে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাজ এ স্থগিতাদেশ দেন।

রাজশাহী পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মো. আনাছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর লোকজন কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারতে শুরু করে। এ নিয়ে অন্যান্য প্রার্থীর লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভোটকেন্দ্রে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ভোটগ্রহণ স্থগিত করেন।

উল্লেখ্য, এর আগে নির্বাচনি প্রচারকালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ নৌকা মার্কায় সিল মেরে তার এজেন্টদের দেখানোর নির্দেশ দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন।