সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে অস্ট্রেলিয়া : সিইসি

Looks like you've blocked notifications!
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি

অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুআর-এর সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আগামী দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে অস্ট্রেলিয়া।’

আজ রোববার নির্বাচন ভবনে হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে  সিইসি এ কথা জানান।

সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আলোচনা কিছুই না, তিনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন।’

সিইসি বলেন, ‘সাক্ষাতের সময় উনাদের দেশের যে নির্বাচন পদ্ধতি আছে, নির্বাচন কীভাবে হয়, উনি সেটা বলছিলেন। আমি সেটা শুনেছি।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের নির্বাচন সম্পর্কেও তাঁর ধারণা আছে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আমাদের নির্বাচনটা সুন্দর হবে।’

সিইসি বলেন, ‘তিনি আগ্রহ ব্যক্ত করেছেন আগামী নির্বাচনে তিনি থাকবেন এবং বাংলাদেশের নির্বাচনটা কেমন, সেটা দেখতে তিনি আগ্রহী।’

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘তিনি আমাদের কোনো পরামর্শ দেননি। তাঁরা কুমিল্লার নির্বাচনটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কুমিল্লা ইলেকশনটা ভালো হয়েছে, শেষ পর্যন্ত কিছু হয়েছিল কি না। সেটা আমরা এক্সপ্লেইন করেছি। বিভিন্ন রকম কথা হচ্ছিল, তাই নির্বাচনটা নিয়ে তাঁর ইন্টারেস্ট। সেটা আমরা এক্সপ্লেইন করেছি।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামী নির্বাচনে আমরা আমাদের মতো করে চেষ্টা করব। আমরা আশাবাদ ব্যক্ত করেছি, নির্বাচনটা সুন্দর হবে, ভালো হবে।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি ৮১টি পর্যবেক্ষক সংস্থার ২৫ হাজার ৯০০ পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন।

এ ছাড়া ফেম্বোসা, এএইএ, ওআইসি এবং কমনওয়েলথ থেকে আমন্ত্রিত ও অন্যান্য বিদেশি পর্যবেক্ষক ৩৮ জন, কূটনৈতিক বা বিদেশি মিশনের কর্মকর্তা ৬৪ জন এবং বাংলাদেশে দূতাবাস বা হাইকমিশন বা বিদেশি সংস্থায় কর্মরত বাংলাদেশি ৬১ জন পর্যবেক্ষণ করেছেন।