সাড়ে তিন ঘণ্টায় ১০ শতাংশ ভোট পড়েছে : ইসি আনিছুর

Looks like you've blocked notifications!
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রথম সাড়ে তিন ঘণ্টায় ১০ শতাংশ ভোট পড়েছে। ছবি : ফোকাস বাংলা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রথম সাড়ে তিন ঘণ্টায় ১০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ মঙ্গলবার সিসিটিভি পর্যবেক্ষণ কক্ষে বসে তিনি এ তথ্য জানান।

আনিছুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৮টা থেকে ১২টা পর্যন্ত ১০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। ১৭টি কেন্দ্রে ইভিএমে যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া গেছে। তবে, তাৎক্ষণিক সমাধান করা হয়েছে।’

এ নির্বাচনে দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ভোটে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ১৬ জনের ফোর্স আর সাধারণ কেন্দ্রে রয়েছে ১৫ জনের ফোর্স।

রংপুরে সকাল সাড়ে ৮টায় ইভিএমে ভোট শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সিটির এ ভোটে কারচুপি ঠেকাতে ২২৯টি কেন্দ্রের মধ্যে ১ হাজার ৮০৭টিতে সিসিটিভি ক্যামেরা বসায় ইসি। যদিও গাইবান্ধা-৫ উপনির্বাচনের ভোটে সাংবাদিকরা মনিটরিং রুমে অবাধে প্রবেশ করতে পারলেও এবার তাদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করছে আউয়াল কমিশন।

ইসি আনিছুরের বক্তব্য দেওয়ার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। ভোটারদের উপস্থিতি আমাদের মতে সন্তোষজনক।’