স্বতন্ত্র মেয়র পদপ্রার্থীর কাছে হারল নৌকা-ধানের শীষ

Looks like you've blocked notifications!
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন্নবী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ছবি : সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন্নবী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ফারীন হোসেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির সাদেক আকতার নেওয়াজী পেয়েছেন দুই হাজার ৩১২ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা জানান, স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী শেখ মোহাম্মদ নুরুন্নবী মেয়র পদে (জগ) প্রতীক নিয়ে সাত হাজার ৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিসেস ফারীন হোসেন (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৭৩২ ভোট। এ ছাড়া মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ শাহানশাহ (নারিকেল গাছ) প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৪৫২ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ (মোবাইল ফোন) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪৮ ভোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সাদেক আকতার নেওয়াজী (ধানের শীষ) প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৩১২ ভোট।

আজ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রের মোট ৯৪টি বুথে ভোটাররা ভোট দেন। নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধরণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফারীন হোসেন তার প্রার্থীতার জন্য তিনবার উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ আনেন।