গাজীপুর সিটি নির্বাচনের ক্ষেত্রে আলাদা চ্যালেঞ্জ নেই : ইসি রাশেদা

Looks like you've blocked notifications!
নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। ছবি : এনটিভি

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ‘আমাদের কাছে সব ইলেকশনই (নির্বাচন) সমান গুরুত্বপূর্ণ। গাজীপুর সিটি নির্বাচনের ক্ষেত্রে আমাদের আলাদা কোনো চ্যালেঞ্জ নেই। সব ইলেকশন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যেখানেই নির্বাচন হচ্ছে, আমরা তা মনিটরিং করছি। আমাদের কাছে ইলেকশন মানে ইলেকশন। আর ইলেকশন মানেই তা গুরুত্বপূর্ণ।’

আজ বুধবার (২৪ মে) বিকেল ৪টার দিকে গাজীপুর সার্কিট হাউসে এসব কথা বলেন রাশেদা সুলতানা। এর আগে নির্বাচন নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

ইসি রাশেদা বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আমাদের ওপর কোনো চাপ নেই। আমাদের পক্ষ থেকেও কারও ওপর কোনো চাপ নেই। যার যার মতো সে সে নির্বাচনের কাজ করছে। তাতে কোনো অসুবিধা নেই।’

নির্বাচনের আগের দিন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ‘কারণ একটাই, সেটা হলো নির্বাচনের দিন আচরণবিধি কতটুকু ভঙ্গ হয়, কি হয় না। কী অনিয়ম হয়- এ বিষয়গুলো জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা সামারি ট্রায়াল করবেন। আমি তাদের সঙ্গে যদি ব্রিফিং করি, তাহলে সব কিছুতেই সুন্দর একটা সমন্বয় হয়। এ জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় করতে এসেছি।’

নির্বাচন কমিশন অভয় দিলেও বিভিন্ন হুমকিতে ভোটাররা আতঙ্কিত, এমতাবস্থায় ভোটাররা কেন্দ্রে যেতে পারবে কি না বা নির্ভয়ে ভোট দিতে পারবে কি না, এমন প্রশ্নে রাশেদা সুলতানা ভোটারদের নির্ভয়ে, নিঃসংকোচে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন। 

ইসি বলেন, ‘আমরা চাই ভোটারদের উপস্থিতি, অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ একটা ভোট হোক। এটা নিয়ে আমাদের নির্বাচন কমিশনের মেসেজ হলো- সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। এতে কোনো ধরনের ব্যত্যয় হওয়ার সুযোগ নেই। আমরা এটাই করব, এটা করার জন্যই সচেষ্ট। অবশ্যই আপনারা (ভোটার) কেন্দ্রে নির্ভয়ে আসবেন।’

গাজীপুর সিটি নির্বাচন মনিটরিং করা হবে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘অলরেডি কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়ে গেছে। মনিটরিংয়ে আমরা যদি কোনো অনিয়ম পাই, তাহলে সেটা আমরা অবশ্যই আমলে নেব। এটার বিষয়ে কোনো দ্বিধা করব না।’