নেত্রকোনার এক ইউপির উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ

Looks like you've blocked notifications!
নেত্রকোনায় সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি : এনটিভি

উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ (২৫ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ইউনিয়নের ১০টি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।

জানা গেছে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য পুলিশ, র‍্যাব, আনসার ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে।

নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে জানিয়ে প্রিজাইডিং অফিসার হুসনে আরা বলেন, ‘এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৯৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার আট হাজার ৫৮৬ জন ও মহিলা ভোটার আট হাজার ৪৯৭ জন।’

বিশিউরা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সেলিম আজাদ সেলিম গত ১৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এই ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।