গাজীপুরে নৌকার জয়, ব্যক্তির পরাজয় হয়েছে : জাহাঙ্গীর আলম

Looks like you've blocked notifications!
জায়েদা খাতুনের ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গতকাল বৃহস্পতিবার (২৫ মে) দিনগত রাতে ফল ঘোষণার কেন্দ্রের বাইরে প্রতিক্রিয়া জানান। ছবি : এনটিভি

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন জায়েদা খাতুন। ফলাফল ঘোষণা হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদা খাতুনের ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুরের নির্বাচনে নৌকার জয় হয়েছে, ব্যক্তির পরাজয় হয়েছে। নেত্রীর দোয়ায় আমরা জিতেছি।’

গতকাল বৃহস্পতিবার (২৫ মে) দিনগত রাতে গাজীপুর জেলা পরিষদের ভবনের বঙ্গতাজ মিলনায়তনে ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের’ বাইরে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন, ‘এখানকার নাগরিকেরা নিজেরা বাড়ি থেকে গিয়ে আমার মায়ের মার্কাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আগেই বলেছি, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কখনও যাই নাই, যাব না। নৌকার বিরুদ্ধে যাই নাই, যাব না৷ নেত্রী আমার শ্রদ্ধার জায়গা। এখানে কেউ যেন আঘাত না করে।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে। ব্যক্তির বিরুদ্ধে জিতেছ। আমার মা বলেছেন, সবাইকে নিয়ে মা কাজ করতে চায়।’

সাবেক এই মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক। উনি চারা গাছ হিসেবে আমাকে এখানে দিয়েছিলেন। নেত্রীর দোয়ায় আমরা জিতেছি। আমার মাকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ কেউ আর আমাকে, আমার পরিবারকে নিয়ে আজেবাজে লিখেন না। আমার মা নতুন শহর করে দেবে। আমি মায়ের সঙ্গে থেকে সবাইকে নিয়ে পরিকল্পিত নগর করতে চাই।’  

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘বড় ভাই আজমত উল্লা খানসহ যারা নির্বাচন করেছে তাদের সবাইকে নিয়ে কাজ করতে চায় আমার মা।’

গতকালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে রেকর্ড গড়ে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। জায়েদা খাতুনের বিজয়ের মধ্য দিয়ে গাজীপুরবাসী একজন নগরমাতা পেলো।