খুলনা সিটি করপোরেশন

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে : সিইসি

Looks like you've blocked notifications!
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আজ মঙ্গলবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) ভোট আগামী ১২ জুন। এই সিটিতে মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল। সেখানে তিনি বলেছেন, গাজীপুর নির্বাচনের পর দেশে নি্র্বাচনী সাংস্কৃতিক উন্নত হয়েছে। পরাজিত প্রার্থী কোন অভিযোগ করেননি। খুলনার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে।

আজ মঙ্গলবার (৩০ মে) খুলনা শিল্পকলা একাডেমিতে সকালে শুরু হয় এই মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। এসময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, সচিব মো. জাহাঙ্গীর আলম, পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইভিএমে ভোট দেওয়ার পর তা পরিবর্তন সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘ইভিএম নিয়ে এখন কেউ আদালত চ্যালেঞ্জ করতে পারেনি।’

সিইসি মতবিনিময় সভায় বলেছেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। সবার সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। পক্ষপাতমূলক নির্বাচন হবে না।