সিলেট সিটি নির্বাচনে প্রচার-প্রচারণা শুরু

Looks like you've blocked notifications!
প্রচারণা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। ছবি : এনটিভি

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আজ শনিবার (৩ জুন) সকাল থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। আজ সকাল ১১টায় হযরত (র.) শাহজালাল এর মাজার জিয়ারত করে প্রচারণায় নামেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি নগরীর ১নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় প্রচারণা চালান। এসময় দলের কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল দুপুর ১২টায় নগরীর বন্দরবাজারস্থ লালকুঠি সিনেমা হল থেকে আশেপাশের এলাকায় গণসংযোগ ও বিকেল ৫টায় নগরীর শিবগঞ্জস্থ শাকিল কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা করবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান সকাল ১০টা থেকে নগরীর দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। রাত ৯টায় ১৬নং ওয়ার্ড সওদাগরটুলা ও রাত ১০টায় ১৮নং ওয়ার্ড ঝেরঝেরি পাড়ায় উঠান বৈঠক করবেন তিনি।

অন্যান্য মেয়র প্রার্থীরাও প্রচারণায় নেমেছেন। সাতজন মেয়র পদে প্রার্থী হয়েছেন। এরমধ্যে চারজন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও তিনজন স্বতন্ত্র প্রার্থী।

গতকাল শুক্রবার (২ জুন) সকালে প্রতীক বরাদ্দের পর থেকে নগরীতে সিএনজি অটোরিকশা বা রিকশায় মাইক বাজিয়ে ভোট চাওয়া এবং পোস্টার লাগানো শুরু হয়েছে।

এর আগে নির্বাচনি বিধিনিষেধ অমান্য করে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ অন্যান্য মেয়র প্রার্থীরা।