ঢাকা-১৭ আসনে ‘আমিও ভাইটাল’, বললেন হিরো আলম

Looks like you've blocked notifications!
হিরো আলম। ফাইল ছবি

সদ্য প্রয়াত সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন খান পাঠান ওরফে নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হয়েছে ঢাকা-১৭ আসন। এই আসনে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। আর এতে প্রার্থী হতে চান আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

আজ সোমবার (৫ জুন) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন হিরো আলম। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরো আলম বলেন, ‘চিত্র নায়ক আকবর হোসেন খান পাঠান ওরফে ফারুকের অসমাপ্ত কাজ করতে চাই।’

চলচ্চিত্র অঙ্গনের অনেকেই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিতে চান। চিত্রনায়ক ফেরদৌসের কথা শোনা যাচ্ছে, আরও অনেক বড় বড় সেলিব্রেটিদের কথা শোনা যাচ্ছে। আবার ক্রিকেটার সাকিব আল হাসানের কথাও শোনা যাচ্ছে। এ রকম ভাইটাল ক্যান্ডিডেটদের সঙ্গে আপনি কি পারবেন, কী মনে হয় আপনার কাছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আপনাদের কী মনে হয়, তাদের থেকে হিরো আলম কি কম ভাইটাল, তাদের দেখে ভয় করতে হবে! কে দাঁড়াল, কে দাঁড়াল না এসব ভাবলে নির্বাচনে দাঁড়ানোর দরকার নেই। কে ভাইটাল, না ভাইটাল আমি কাউকে গুনব না। তারা চিন্তা করুক হিরো আলম ভাইটাল।’

অপর এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘সবাই জানে এর আগে আমি বগুড়াতে নির্বাচন করেছি। সেই নির্বাচনে মানুষের ভালোবাসা এবং তাদের দোয়া দেখেছি, খুব ভালো লেগেছে। আর ঢাকা-১৭ আসনে নির্বাচন, আপনারা সবাই জানেন। যেহেতু আমি মিডিয়া ব্যক্তি, আমাদের মিয়া ভাই নির্বাচিত হওয়ার পরে তিনি কাজ করতে পারেননি। আমি ফারুক ভাইয়ের অসমাপ্ত কাজ শেষ করতে চাই।’ 

নির্বাচন আর অভিনয় একসঙ্গে কীভাবে চালাবেন জানতে চাইলে আলম গণমাধ্যমকর্মীদের বলেন, ‘নির্বাচনের সময় নির্বাচন, অভিনয়ের সময় অভিনয়। আপনারা জানেন, গত ২ জুন আমার একটি মুভি রিলিজ পেয়েছে, টোকাই। এর মধ্যে কাজও করেছি, সিনেমাও করেছি। ২৪ ঘণ্টা তো আমরা কাজ করি না। কাজের সময় কাজ, নির্বাচনের সময় নির্বাচন। আমি মিডিয়া জগতে আছি, পাশাপাশি আমি জনগণের পাশে থাকতে চাই।’