চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ৩০ জুলাই

Looks like you've blocked notifications!
ইসি ভবনের ছবি

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ জুলাই এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে। আজ বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে কমিশনের সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই, আপিল নিষ্পত্তি হবে ১০ ও ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই।

ইসি সচিব আরও বলেন, এই উপনির্বাচনে ভোটগ্রহণে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। থাকবে সিসি টিভি ক্যামেরাও।

গত ২ জুন ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তাঁর মৃত্যুতে গত রোববার আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

আফছারুল আমীন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। চট্টগ্রাম-১০ আসন থেকে তিনবারের নির্বাচিত এ সংসদ সদস্য সরকারের মন্ত্রীও ছিলেন।