এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, অভিযোগ জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থীর

Looks like you've blocked notifications!
জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল আজ বুধবার সকালে সিলেটের সাগরদীঘির পাড়ার আনন্দ নিকেতন স্কুলে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : ফোকাস বাংলা

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল অভিযোগ তুলেছেন, সিলেটের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের বের করে দিচ্ছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

আজ বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৯টায় নগরের সাগরদীঘির পাড়ার আনন্দ নিকেতন স্কুলে ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী।

নজরুল ইসলাম বাবুল বলেন, ‘আমি শুরু থেকেই সন্দেহ প্রকাশ করে আসছিলাম, নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে। আমি আনন্দ নিকেতন স্কুলে ভোট দিতে এসেছি। এখানে পেশিশক্তি প্রদর্শন করা হচ্ছে। ভোটার না, কিচ্ছু না, তবুও নৌকার কার্ড গলায় ঝুলিয়ে কেন্দ্রে এসে ভোটারদের ধমকাচ্ছে সন্ত্রাসীরা। আমার কাছে বারবার ফোন আসছে, নগরীর বিভিন্ন কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, অনেক কেন্দ্রে ঢুকতেই দেওয়া হয়নি। এইমাত্র খবর পেলাম সিলেট সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে আমার সব এজেন্টকে বের করে দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী গুণ্ডারা। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এখনই যাচ্ছি পাইলট স্কুলে। আমি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানাব।’

নজরুল ইসলাম বাবুল আরও বলেন, ‘পূর্বপরিকল্পিত নীল নকশার অংশ হিসেবে তারা ভোটচুরির পাঁয়তারা করছে। পুরো বিশ্ব তাকিয়ে আছে সিলেটের নির্বাচনের দিকে। তবে আমি বলে দিতে চাই, যে নোংরামি শুরু হয়েছে, তাতে ভোট সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নাই। আমি নির্বাচনের মাঠে আছি। মাঠ ছাড়ার কোনো সুযোগ আমার নাই। জনগণ লাঙ্গলে ভোট দিতে চায়। এ কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার ভোটার ও এজেন্টদের হয়রানি করছে।’

জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী বাবুল বলেন, ‘সকালে ঘণ্টাখানেক কাজ করেনি ইভিএম। এটাও চক্রান্তের অংশ হতে পারে। নির্বাচন কমিশন, প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা সবাই নৌকার প্রার্থীর পকেটে। আমি ফলাফল ঘোষণার পর সব কিছু বলব ইনশা আল্লাহ। মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাঙ্গলে ভোট দিচ্ছে। ইনশা আল্লাহ সুষ্ঠু ভোট হলে এবং পেশিশক্তির প্রভাব না পড়লে লাঙ্গলই জিতবে।’