ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী তরিকুল

Looks like you've blocked notifications!
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভূঁইয়া। ছবি : ইউএনবি

অনিয়মের অভিযোগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভূঁইয়া নির্বাচন বর্জন করেছেন। আজ সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর তরিকুল ইসলাম এ ঘোষণা দেন।

ঢাকার বনানী মডেল স্কুল ভোট কেন্দ্রে সাংবাদিকদের তরিকুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাকে পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’

তরিকুল ইসলাম দাবি করেন, ‘আমার কোনো এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন্দ্রের বাইরে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করেছে, এমনকি পুলিশও আমার লোকজনকে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে।’

ঢাকা-১৭ আসনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত।