সাড়ে পাঁচ ঘণ্টায় ভোট পড়েছে ৪১১, ভোটার ৬৮৯৯

Looks like you've blocked notifications!

সরকারি তিতুমীর কলেজে একটি নারী ও দুটি পুরুষ কেন্দ্র। তিন কেন্দ্রের মোট ভোট কক্ষের সংখ্যা ১৪টি। এ তিন কেন্দ্রে মোট ভোটার ছয় হাজার ৮৯৯ জন। দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ৪১১ জনের।

আজ সোমবার (১৭ জুলাই) দুপুরে ১৪টি ভোট কক্ষে প্রবেশ করে ১৪ জন সহকারী প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। সোমবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ৮৪ নম্বর কেন্দ্রের চারটি কক্ষে প্রবেশ করে জানা যায়, মোট ভোটার ১৯০৪ জন। ভোট পড়েছে ১৬৬টি। এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার নাম মেহেদী হাসান। তিনি এ প্রতিবেদককে বলেন, ভোটার উপস্থিতি কম। আমাদের কর্মকর্তারা অলস সময় পার করছেন।

সোমবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ৮৫ নম্বর কেন্দ্রের চারটি ভোট কক্ষে প্রবেশ করে জানা যায়, এ কক্ষগুলোতে মোট ভোটার ১ হাজার ৮৪৪ জন। এ সময় পর্যন্ত ভোট পড়েছে ১৪৩ জন। নৌকা, লাঙ্গল, একতারা আর গোলাপ ফুলের প্রার্থীর এজেন্টরা এসেছেন। আমার একটি কক্ষে হিরো আলমের একতারার এজেন্ট নেই। তিনটি কেন্দ্রে গোলাপ ফুলের এজেন্ট নেই। নৌকা আর লাঙ্গলের এজেন্ট রয়েছে।

দুপুর দেড়টার দিকে ৮৬ নম্বর কেন্দ্রের ছয়টি কক্ষে ঢুকে দেখা যায়, মোট ভোটার ৩১৫১ জন। ভোট পড়েছে ১০২ জন। এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার নাম এ কে এম হারুন আল এরশাদ। তিনি বলেন, ভোটার উপস্থিতি কম। আমার এখানে প্রতিটা কক্ষে একতারার এজেন্ট রয়েছে। পুরো তিতুমীর কলেজে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। এটা ভালো খবর।