ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন জমা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/11/braahmnnbaarriyyaa_mnonyynptr_jmaa_dicchen_aaoyyaamiiliig_mnoniit_praarthii_shaahjaahaan_aalm_saaju-1.jpg)
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে নির্ধারিত দিনে ছয় প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সরাইল সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এই মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মো. আব্দুল হামিদ ভাসানী, সাবেক দুবারের সংসদ সদস্য ও স্বতন্ত্রপ্রাথী (রওশন এরশাদ গ্রুপের) অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, জাকের পার্টি জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুর রাজ্জাক এবং স্বতন্ত্রপ্রার্থী মো. ইব্রাহিম।
এ সময় প্রার্থীরা তাঁদের নেতাকর্মীদের নিয়ে উৎসবমূখর পরিবেশে এ মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, সকাল থেকে প্রার্থীরা সুষ্ঠু পরিবেশে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়পত্র যাচাই-বাছাই এবং ১৯ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর এই আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভুইয়ার মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর হবে ভোট গ্রহণ।