ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন রোববার, চলছে শেষ প্রস্তুতি

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ শনিবার নির্বাচনি সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন আগামীকাল রোববার (৫ নভেম্বর)। এদিন সকাল সাড়ে ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ উপলক্ষে প্রস্তুত কেন্দ্র। চলছে শেষ প্রস্তুতি। এরইমধ্যে কেন্দ্র যেতে শুরু করেছে নির্বাচনি সরঞ্জাম। 

গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ১০ হাজার ৭২ জন। মোট ১৩২ কেন্দ্রে ভোট দেবেন তারা।

জানা গেছে, আজ দুপুর ১টার পর থেকে সরাইল উপজেলার ৮৪টি ও আশুগঞ্জ উপজেলার ৪৮টি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স, সিলসহ বিভিন্ন সরঞ্জাম পাঠানো শুরু হয়।

সরাইল ও আশুগঞ্জের উপজেলা পরিষদ থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনি সরাঞ্জাম বুঝিয়ে দেন দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা। পরে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে এসব সরাঞ্জাম ভোটকেন্দ্রের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, সুষ্ঠু ও স্বতস্ফূর্তভাবে উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।