চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র কিনলেন সুজিত রায় নন্দী

Looks like you've blocked notifications!
সুজিত রায় নন্দী। ফাইল ছবি

চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের (রংপুর বিভাগ) সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বর্তমানে এই আসনের সংসদ সদস্য।

আজ রোববার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন সুজিত রায় নন্দী।

জাতীয় সংসদের ২৬২ নং এই আসনে ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য রয়েছেন ডা. দীপু মনি। এর আগে ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল। ডা. দীপু মনি শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে আসনটি থেকে মনোনয়ন ফরম কিনেছেন।

ছাত্রলীগের তুখোর কর্মী থেকে নেতা হিসেবে সুজিত রায় নন্দী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্ণ্যাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পদ অলঙ্কিত করে চলেছেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সুজিত রায় নন্দী ১৯৮৪ সালে নিজ ইউপিতে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ১৯৮৭ সালে জগন্নাথ হল শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য নির্বাচিত হন। ১৯৮৯ সালে জগন্নাথ হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক, ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে জগন্নাথ হলের এজিসি ও পরে জিসি নির্বাচিত হন। ১৯৯২ সালে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, ১৯৯৪ সালে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পাঠচক্র সম্পাদক এবং ১৯৯৮ সালে সহ-সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালে ছাত্রলীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।

২০০৩ সালে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ উপ কমিটির সহ-সম্পাদক, ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। ২০১২ সালে পুনরায় আবার কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৬ সালে দলের ২০তম সম্মেলনে সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বাইশ জনের মাঝে সুজিত রায় নন্দীকে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে তিনি পুনরায় এই পদে নির্বাচিত হন। ২২তম সম্মেলনে তিনি দলটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।