মনোনয়নপত্র কেনার সময় শোডাউন করা যাবে না : ইসি আলমগীর
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের মনোনয়নপত্র কেনার সময় সড়কে গাড়ি ও মোটরসাইকেলে শোডাউন করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ বুধবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ইসি মো. আলমগীর এসব কথা জানান।
রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের আচরণবিধি প্রসঙ্গে মো. আলমগীর বলেন, ‘মনোনয়নপত্র কেনার সময় পার্টি অফিসের ভেতর রাজনৈতিক দলগুলোর কার্যকলাপ আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়বে না। পার্টি অফিসের ভেতরে রাজনৈতিক দলগুলো কি করল, না করল এটা তাদের বিষয়। পার্টি অফিসের ভেতরের কার্যক্রম আচরণবিধির মধ্যে পড়ে না। যদি রিটার্নিং কর্মকর্তার সামনে এটা হয়, তাহলে আচরণবিধির মধ্যে পড়বে।’
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা নিজস্ব কার্যালয়ের সামনে কাজ করতে পারবে। তবে সড়কে গাড়ি ও মোটরসাইকেল শোডাউন ও মিটিং মিছিল করতে পারবে না। মনোনয়নপত্র কিনলে উল্লাস তো করবেই। এখন তারা তো সুনির্দিষ্টভাবে কারোর জন্য ভোট চাচ্ছে না। যেহেতু এখন কোনো প্রার্থী নেই সুতরাং তারা দলের জন্য ভোট চাইছে, কারোর পক্ষে তো ভোট চাইছে না। যেহেতু বাংলাদেশ রাজনৈতিক দলগুলো নিবন্ধিত। তাদের প্রতীকও সুনির্দিষ্ট। এখন সবাই ওপেন ভোট চাইছে। সেটা কারোর পক্ষে চাচ্ছে না, দলের পক্ষে চাচ্ছে।’
গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) ৩০টি ঘোড়ার গাড়ি, অসংখ্য পিকআপ, মোটরসাইকেল ও প্রাইভেটকারের বিশাল বহর নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন নেতাকর্মীরা। এতে রাজধানীর গুলিস্তানসহও আশপাশের এলাকায় যানজটে বেশকিছু সময় স্থবির হয়ে পড়ে।