ভালো ভোট করতে কমিশনের কঠোর নির্দেশনা রয়েছে : আনিছুর রহমান

Looks like you've blocked notifications!
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। ফাইল ছবি

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ‘একটা ভালো ভোট করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যকে তাঁদের নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার বিষয়ে কমিশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

আজ বুধবার (২২ নভেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, বিশেষ করে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার যাঁরা হবেন তাঁদের দায়িত্ব কর্তব্য কী হবে এবং ভোটকেন্দ্রের শান্তি-শৃঙ্খলা রক্ষা করার বিষয়ে প্রশিক্ষণের সময় তাদের বলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান আরও বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি নির্বাচন কমিশন বা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব না। প্রার্থী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে ভোটার উপস্থিত করা। এ সময় তিনি প্রার্থীদের ভোটারদের কাছে গিয়ে ভোটকেন্দ্রে উপস্থিতির বিষয়ে তাদের উদ্ধুদ্ধ করার অনুরোধ জানান।

দেশি-বিদেশি বেশি সংখ্যক পর্যবেক্ষককে কমিশন উৎসাহিত করবে বলেও জানান নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

মতবিনিময় সভায় তিন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।