সংবিধান অনুযায়ী ইসি সংসদ নির্বাচন করবে : রাশেদা সুলতানা

Looks like you've blocked notifications!
দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দিচ্ছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ছবি : এনটিভি

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) সংসদ নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।  

দিনাজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা এ প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন। 

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন আইন অনুযায়ী ভোটারদের কেন্দ্রে আসতে কেউ বাধা সৃষ্টি করলে, তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রাশেদা সুলতানা আরও জানান, সব ধরনের সহিংসতা প্রতিহত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে। 

রাশেদা সুলতানা বলেন, ‘সংবিধান অনুযায়ী যথাযথ নিয়মে ইসি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবে। এই বিষয়ে কোনো চাপ নেই।’ 

নির্বাচনি প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বিজিবি সেক্টর কমান্ডারসহ চার জেলার পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।