বিএনপি নির্বাচনে এলে তফসিল পেছানোর সুযোগ আছে : আনিছুর রহমান

Looks like you've blocked notifications!
সিলেট ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আজ বৃহস্পতিবার বিকেলে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। ছবি : এনটিভি

বিএনপিকে উদ্দেশ্য করে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, যদি তারা নির্বাচনে আসে সেক্ষেত্রে তফসিল পেছানোর সুযোগ আছে৷

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে সিলেট ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এ কথা বলেন।

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, র‌্যাব, পুলিশ, বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলমান রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশকে বিঘ্নিত করেনি দাবি করে নির্বাচন কমিশনার বলেন, শতভাগ রাজনৈতিক দল কখনো নির্বাচনে আসেনি। যদি অধিকাংশ দল অংশ নেয় সেখানেই নির্বাচনি আমেজ থাকে৷ তবে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান আগেও ছিল, এখনো আছে।

বিএনপি না এলে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে আনিছুর রহমান বলেন, নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না, হয়ে যাবে। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হবে।