নতুন দুই মুখসহ নওগাঁয় নৌকার মাঝি হলেন যারা

Looks like you've blocked notifications!
নওগাঁর ছয়টি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগদলীয় প্রার্থীরা। ছবি : এনটিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ছয়টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। ছয়টি আসনের মধ্যে দুটিতে নতুন মুখ এবং বাকি চারটিতে পুরোনোদেরই মনোনয়ন দেওয়া হয়েছে। আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

মনোনয়নপ্রাপ্তরা হলেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ (পত্নীতলা, ধামইরহাট) আসনে শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (মহাদেবপুর, বদলগাছী) আসনে সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ-৪ (মান্দা) আসনে নাহিদ মোর্শেদ, নওগাঁ-৫ (সদর) আসনে ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এবং নওগাঁ-৬ (আত্রাই, রানীনগর) আসনে আনোয়ার হোসেন হেলাল।

এদের মধ্যে নওগাঁ-৩ (মহাদেবপুর, বদলগাছী) আসনে নতুন মুখ সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ও নওগাঁ-৪ (মান্দা) আসনে নাহিদ মোর্শেদ।

এদিকে দলীয় মনোনয়নের তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল বের করে সমর্থকরা।

জেলার ৬টি সংসদীয় আসন থেকে সর্বমোট ৪৪ জন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম তুলে জমা দিয়েছিলেন। এরমধ্য থেকে এই ছয়জনকে দলীয় মনোনয়ন দেওয় হলো।