ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
ডেঙ্গু ওয়ার্ড। ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৯৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। 

আজ রোববার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৭১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকাতে ২১৭ জন এবং ঢাকার বাইরে ৭৫৪ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট এক হাজার ২৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এরমধ্যে, ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ২৪৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৫২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে, এক জন ঢাকাতে এবং দুই জন ঢাকার বাইরে মারা যান। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে, ঢাকাতে ৯২৬ জন এবং ঢাকার বাইরে ৬৭২ জন। চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন লাখ আট হাজার ১৬৭ জন। এরমধ্যে, ঢাকাতে এক লাখ সাত হাজার ৭৯ জন ও ঢাকার বাইরে দুই লাখ এক হাজার ৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।এছাড়া চলতি বছরে এ পর্যন্ত মোট তিন লাখ দুই হাজার ৯৭৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।