মুন্নুজানের সমর্থকদের সড়ক অবরোধ, কামালের আনন্দ মিছিল

Looks like you've blocked notifications!
খুলনার দৌলতপুরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের রেলগেট এলাকার বাসভবনের সামনে সমর্থকরা। ছবি : এনটিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের নাম নেই তাতে। তাই তাঁর সমর্থকরা আজ রোববার (২ নভেম্বর) বিকেলে সড়ক অবরোধ করে।

অপর দিকে মুন্নুজান সুফিয়ানের আসনে মনোনীত প্রার্থী এস এম কামালের সমর্থকরা মনোনয়ন পাওয়ার খবরে আনন্দ মিছিল করেছে।

আজ বিকেলে বিভিন্ন টিভিতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানকে খুলনা ৩ আসনে মনোনয়ন না দিয়ে এস এম কামাল হোসেনকে দেওয়ার প্রতিবাদে রেলগেট এলাকায় তাঁর বাসভবনের সামনে সমর্থকরা জড়ো হয়। পরে তাঁরা রেলগেট, দৌলতপুর বিএল কলেজের সামনে এবং ফুলবাড়ী গেট এলাকায় যশোর রোড়ে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় এবং যানবাহণ চলাচল বন্ধ করে দেয়। দেড় ঘন্টা পর পুলিশ মন্ত্রীর সমার্থকদের সরিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে। পরে সড়কের পাশে সমর্থকরা মানববন্ধন করে মনোনয়নের প্রতিবাদ জানায়।

অপর দিকে রাতে এই আসনে মনোনয়ন পাওয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের সমর্থকরা তাঁকে স্বাগত জানিয়ে মিছিল করে।

আজ বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ২৯৮টি আসনে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করে দলটি।