আমার অভিভাবক শেখ হাসিনা : সেলিম ওসমান

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জে বিকেএমইএর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন এ কে এম  সেলিম ওসমান। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জ সদর ও বন্দর থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান বলেছেন, ‘আমার অভিভাবক আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার নেত্রী যেখান থেকে নির্দেশ করবেন আওয়ামী লীগ না, জাতীয় পার্টি তার নির্দেশ অনুযায়ী সেই দল থেকেই নির্বাচন করব।’ 

আজ রোবার (২৬ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের বিকেএমইএর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সেলিম ওসমান এ কথা বলেন।

সেলিম ওসমান বলেন, ‘সামনে সব দলই আনন্দ পাবে, এমন একটা কিছু হবে। বঙ্গবন্ধুর আদর্শের একজন মুক্তিযোদ্ধা হিসেবে সাধারণ মানুষের জন্য কাজ করব, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করব। গত সাড়ে নয় বছরে যেভাবে উন্নয়ন করা হয়েছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব।’ 

সাংবাদিকদের প্রশ্নের যেভাবে সেলিম ওসমান বলেন, ‘সামনে একটি সমঝোতা হবে। কে কোন দল থেকে নির্বাচন করবে দু-একদিন অথবা ১৫ ডিসেম্বরে মধ্যে সুনিশ্চিত হওয়া যাবে।’

এর আগে আজ বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু এভিনিতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে, আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তা পরবর্তী সময়ে জানানো হবে বলা হয়।