শোকজের জবাবে যা বললেন সাকিব

Looks like you've blocked notifications!
সাকিব আল হাসান আজ শুক্রবার বিচারকের খাস কামরায় শোকজের জবাব দেওয়ার পর গণমাধ্যমে কথা বলেন । ছবি : এনটিভি

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। সেই শোকজের জবাব দিয়েছেন প্রথম বারের মতো সংসদ নির্বাচনে পা রাখা এই ক্রিকেটার। আচরণবিধি লঙ্ঘনকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ভবিষ্যতে সতর্ক থাকাবেন বলে জানিয়েছেন তিনি।

শোকজের জবাব দিতে আজ শুক্রবার (১ ডিসেম্বর) বিকেল ৪টায় মাগুরা জেলা জজ আদালতে নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারের খাস কামরায় যান সাকিব। তিনি সেখানে শোকজের লিখিত জবাব দেন। বিচারকের সঙ্গে এক ঘণ্টা অবস্থান শেষে গণমাধ্যমে কথা বলেন জাতীয় দলের এই খেলোয়াড়। 

বিচারকের খাস কামরা থেকে বেরিয়ে সাকিব আল হাসান জানান, এ সময় বিচারক সাকিবকে নির্বাচনি আচরণবিধি সঠিকভাবে মেনে চলতে বলেন।

এক প্রশ্নে সাকিব এনটিভি অনলাইনকে বলেন, ‘নির্বাচনে আমি নতুন হিসেবে কিছু ভুল ত্রুটি আমার অজান্তেই হতে পারে। নিয়ম কানুন পড়ব ও জানব। ভবিষ্যতে সতর্ক থেকে খেয়াল রাখব। যেটি হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত।’ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর গত ২৯ নভেম্বর দুপুরে ঢাকা থেকে মাগুরায় আসেন সাকিব। ওদিন বিশাল গাড়িবহর নিয়ে কামারখালী ব্রিজ থেকে জেলা শহরে প্রবেশ করেন তিনি। এ সময় কামারখালী থেকে শহর পর্যন্ত দীর্ঘ যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। এই কারণেই সাকিবকে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে মাগুরার নির্বাচনি অনুসন্ধান কমিটি এ শোকজ করেন।