ইউএনও-ওসিদের রদবদলের সিদ্ধান্ত তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে : ইসি

Looks like you've blocked notifications!
নির্বাচন কমিশনের লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি। এর ৩৬ দিন বাকি থাকতেই গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশনা দিয়ে দুই মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ‘প্রস্তাব’ আগামী ৫ ডিসেম্বরের মধ্যে কমিশনে পাঠাতেও বলে সাংবিধানিক সংস্থাটি। এর পরের দিন আজ এক প্রশ্নে ইসি জানিয়েছে, এই সিদ্ধান্ত তথ্যের ভিত্তিতে  নেওয়া হয়েছে।  

ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, নির্বাচন কমিশনাররা ঢাকার বাইরে সফরে গিয়েছিলেন। সফরে বিভিন্ন তথ্য পেয়েছেন তারা। সেই তথ্যের ভিত্তিতেই পুলিশ ও প্রশাসনে রদবদল প্রয়োজন মনে করেছে ইসি। আর এই কারণেই রদবদলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এর আগে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছিলেন, মাঠ প্রশাসনে বড় রদবদল করতে গেলে বিশৃঙ্খলা হবে। এর দায় কে নেবে। আর রদবদল করতে গেলে অনেক টাকা প্রয়োজন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘এটি ব্যক্তিগত মতামত ছিল। কমিশনে যে সিদ্ধান্ত হয়েছে, তিনি সেটাই বলতে পারেন।’

রদবদলের সিদ্ধান্ত কি ইসি নিয়েছে, নাকি সরকার—এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, ‘এটি নির্বাচন কমিশন চেয়েছে। নির্বাচন কমিশনাররা গত এক সপ্তাহে বিভিন্ন জেলা সফর করেছেন। তাদের ফাইন্ডিংসের (প্রাপ্ত তথ্য) ভিত্তিতে নির্বাচন কমিশন বসে গত ৩০ নভেম্বর এ সিদ্ধান্ত নিয়েছে। তাদের কাছে মাঠপর্যায় থেকে বিভিন্ন তথ্য ছিল। তার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে প্রার্থী বা বিভিন্ন পক্ষ থেকে তারা তথ্য পেয়েছেন।’