স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে : ইসি অতিরিক্ত সচিব

Looks like you've blocked notifications!
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ

স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নিদের্শনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ শনিবার (২ ডিসেম্বর) তিনি একথা জানান। 

অশোক কুমার দেবনাথ বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে মাঠপর্যায়ে ম্যাসেজ দিয়েছি। এটা পুলিশের ঊর্ধ্বতনদের ও আমাদের রিটার্নিং অফিসারদের বলেছি। জননিরাপত্তা বিভাগের সচিব এসেছিলেন, সব বিষয়ে তাদের ম্যাসেজ দেওয়া হয়েছে।’ 

ইসি অতিরিক্ত সচিব আরও বলেন, ‘কেউ যেন নিরাপত্তার কোনো ঘাটতিতে না ভোগে। এরপরও যদি কারও গাফিলতিতে কিছু হয়, তার বিরুদ্ধে ইসি খুব স্ট্রং ব্যবস্থা নেবে।’ 

সব প্রার্থীদের বডিগার্ড দেওয়া হবে কি না, এমন প্রশ্নে অশোক কুমার দেবনাথ বলেন, ‘এটা তো সম্ভব হবে না। এতো বডিগার্ড দেওয়া যাবে না। তবে, নিরাপত্তার দায়িত্ব তো আইনশৃঙ্খলা বাহিনীর। তারা যেন তা (নিরাপত্তা) নিশ্চিত করতে পারে, সেটাই আমাদের কাম্য।’

সেনা মোতায়েনের কোনো সিদ্ধান্ত রয়েছে কি না প্রশ্নে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘যদি কমিশন মনে করেন, সেনা মোতায়েন করতে পারে। তবে, এই মূহূর্তে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আমার জানা নেই।’