আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আব্দুস সোবহান গোলাপকে তলব

Looks like you've blocked notifications!
মাদারীপুর-৩ থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সোবহান গোলাপ। ফাইল ছবি

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগপ্রার্থীকে তলব করা হয়েছে।  আজ রোববার (৩ ডিসেম্বর) সশরীরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, মাদারীপুর-৩ নির্বাচনি এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে দুই স্বতন্ত্র প্রার্থী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেন।  এই ঘটনায় নির্বাচনি অনুসন্ধান কমিটি অভিযুক্ত আব্দুস সোবহান গোলাপকে তলব করেছে।

এ ছাড়া অভিযোগকারী তাহমিনা বেগম ও তৌফিকুজ্জামানকে সশরীরে হাজির হয়ে আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত বিষয়ের স্বাক্ষ প্রমান নিয়ে থাকতে বলা হয়েছে। 

অভিযোগকারী তাহমিনা বেগম সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি। অপর অভিযোগকারী তৌফিকুজ্জামান কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আরও জানা গেছে,  ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সোবহান গোলাপ বাদ্য যন্ত্র বাজিয়ে ও প্রভাব বিস্তার করে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ওই দুই স্বতন্ত্রপ্রার্থী। এই ঘটনায় নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল) আদালতের বিচারক মো. শরিফুল হক অভিযোগকারী এবং অভিযুক্তদের সশরীরে হাজির হয়ে ৩ ডিসেম্বর জবাব দিতে বলা হয়েছে। 

যুগ্ম জেলা আদালতের (ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল) পেশকার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, তিনজনকেই নোটিশ করা হয়েছে। অভিযুক্তকে অভিযোগের বিষয় ব্যাখ্যা দানের জন্য বলা হয়েছে এবং অভিযোগকারীদের স্বাক্ষসহ হাজির থাকতে বলা হয়েছে। 

মাদারীপুর জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ মারুফ রশিদ খান বলেন, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির  কাছে অভিযোগ প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের সশরীর হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে।