হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

Looks like you've blocked notifications!
আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ফাইল ছবি

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সংসদ সদস্য প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ রোববার (৩ ডিসেম্বর) জেলার চারটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তারটি বাতিল করেন বগুড়া জেলা প্রশাসক। একইসঙ্গে বাতিল গয় আরও ১০জনের মনোনয়ন।

এর আগে গত বৃহস্পতিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ কংগ্রেস জোট থেকে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। এদিন বিকাল পৌনে ৪টার দিকে তার পক্ষে সমর্থকরা বগুড়া ডিসি অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

আজ সকাল ১০টা হতে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে বগুড়া-১,২,৩ ও ৪ আসনের মোট ৪৫জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এ সময়  বাতিলের তালিকায় পড়েন বগুড়া-১ (সোনাতলা সারিয়াকান্দি) আসনের ন্যাশনাল পিপলস পার্টির ইবনে সাফি বিন হাবীব, বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে ন্যাশনাল পিপলস পার্টির মো. ইউনুস আলী, বগুড়া-৩ (আদমদিঘী দুঁপচাচিয়া) আসন থেকে স্বতন্ত্র চারপ্রার্থী মো. ফেরদেীস স্বাধীন ফিরোজ, মো. জামিলুর রশিদ তালুকদার, মো: এরশাদুল হক ও মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী, বগুড়া-৪ (কাহালু নন্দিগ্রাম) আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, এনপিপি পার্টির মো. মনোয়ার জাহিদ, স্বতন্ত্র মো. জাকারিয়া হোসেন, মো. আফজাল হোসেন ও  অজয় কুমার সরকার।

হিরো আলমের ক্ষেত্রে বলা হয়, বাংলাদেশ কংগ্রেস মনোনীত হলেও মনোনয়ন ফরমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তিনি। এ ছাড়া হলফনামায়ও স্বাক্ষর নেই।