বিদেশি চাপ নেই, তাদের সুপরামর্শ আমরা গ্রহণ করব :  ইসি আলমগীর

Looks like you've blocked notifications!
নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি আলমগীর। ছবি : এনটিভি

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ হবে। যাতে দেশি-বিদেশিদের কাছে গ্রহণযোগ্যতা পায় সে জন্য নির্বাচন কমিশন থেকে যা যা করণীয় তাই করা হচ্ছে।’

আজ সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ইসি আলমগীর এ কথা বলেন।

এর আগে ইসি আলমগীর জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে রুদ্ধদ্বার মতবিনিময় করেন।

ইসি আলমগীর সাংবাদিকদের বলেন, ‘বিগত নির্বাচনে বিভিন্ন সময় সেনাবাহিনী মাঠে ছিল, এবারও প্রস্তুত রাখার জন্য বলা হয়েছে। প্রয়োজনে নির্বাচনী কাজে তারা থাকতে পারে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো রকম চাপ নেই, তবে বিদেশিরা আমাদের বন্ধু। তারা পরামর্শ দিতেই পারে। তাদের ভালো পরামর্শ আমরা অবশ্যই গ্রহণ করব।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লে. কর্নেল আরিফুর রহমান, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।